নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় দুর্ঘটনার থেকে বাঁচলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চপার বারাণসীতে জরুরি অবতরণ করেছে। হেলিকপ্টারের সঙ্গে পাখির ধাক্কা লাগার পর জরুরি অবতরণ করা হয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পূর্ণ নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাষ্ট্রীয় বিমানে করে লখনৌয়ের উদ্দেশ্যে রওনা দেন। গুরু পূর্ণিমা উৎসবের অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে বারাণসী পৌঁছে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর প্রস্তাবিত কর্মসূচির প্রস্তুতি দেখতেও তিনি পৌঁছে গিয়েছিলেন এখানে। যোগী আদিত্যনাথও এখানে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন। এরপরেই এই ঘটনা।