'মাঝেরহাট' আশঙ্কায় বন্ধ ব্রিজ

author-image
Harmeet
New Update
'মাঝেরহাট' আশঙ্কায় বন্ধ ব্রিজ

নিজস্ব সংবাদদাতা: জাতীয় সড়কের ওপর কংসাবতী নদীর উপরে তৈরি দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু পশ্চিম মেদিনীপুরের বীরেন্দ্র শাসমল সেতু। গত কয়েক বছর ধরে সেতুর অবস্থা বিপজ্জনক আঁচ করে শুরু হয়েছিল সংস্কারের কাজ। তাতেও পরিস্থিতি ভালো না দেখে বন্ধ করে দেওয়া হল ওই সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচল। 

জেলাশাসকের নির্দেশে ওই জাতীয় সড়কের দূরপাল্লার গাড়িকে ঘুর পথে অতিক্রম করতে হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ। কলকাতা থেকে এসেছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা। জানালেন, আরেকটি "মাঝেরহাট" কান্ড আটকাতে আপাতত বন্ধ করা হচ্ছে এই ব্রিজের উপর লোড। এক বছর সংস্কার চলার পাশাপাশি বিকল্প ব্রিজ তৈরির কাজ শুরু হচ্ছে দ্রুত।

মেদিনীপুর শহরের পাশে থাকা ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এই বীরেন্দ্র শাসমল সেতু প্রায় ৫০ বছরের পুরনো। প্রায় ছশো মিটার দীর্ঘ সেতুটির ওপর দিয়ে প্রতিদিন লক্ষাধিক গাড়ি যাতায়াত করে। সেতুর একদিকে কলকাতা মুম্বই ৬ নং জাতীয় সড়ক সংযোগ। অন্যদিকে আসানসোল রানীগঞ্জ যাওয়ার রাস্তা।