নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গনগনিতে শিলাবতী নদীর ওপরে কাঠের পোল তৈরি করা হয়েছিল সাধারণ মানুষের কথা ভেবে। সেই পোল বা সেতু দেখভালের জন্য তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে ক্যাম্প। অভিযোগ, শনিবার রাতে বেশ কিছু দুষ্কৃতী ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে।
অভিযোগ, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ওই দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত গত কয়েক মাস আগে অতি ভারী বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ায় ফলে ভেঙে গিয়েছিল ওই কাঠের পোলটি। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তির উদ্যোগে তৈরি করা হয় কাঠের পোলটি।
আবারো সেই সেতুটিকে রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ। বারবার একই ঘটনা কীভাবে ঘটে সে বিষয়ে প্রশ্ন উঠেছে। যদিও প্রশাসন নির্বিকার বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন।