নিজস্ব সংবাদদাতাঃ জার্মানি ও ইউএই সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে তিনি বলেন, 'জার্মান প্রেসিডেন্সির অধীনে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের আমন্ত্রণে আমি জার্মানির শ্লোস এলমাউ পরিদর্শন করব। ফলপ্রসূ ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শের পর চ্যান্সেলরের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত হব। জার্মানিতে থাকাকালীন, আমি ইউরোপ জুড়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি, যারা তাদের স্থানীয় অর্থনীতিতে প্রচুর অবদান রাখছে এবং ইউরোপীয় দেশগুলির সাথে আমাদের সম্পর্ককে আরও সমৃদ্ধ করছে।'
তিনি আরও বলেন, 'ইউএই-র প্রাক্তন প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আমার ব্যক্তিগত সমবেদনা জানাতে ২৮ জুন প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করব।'