পার্টি অফিস শুদ্ধিকরণ করলেন সুকান্ত মজুমদার

author-image
Harmeet
New Update
পার্টি অফিস শুদ্ধিকরণ করলেন সুকান্ত মজুমদার

নিজস্ব সংবাদদাতাঃ নুপুর শর্মার বক্তব্যের জেরে ভাঙচুর চলে বিজেপির হাওড়ার পাঁচলা ও উলুবেড়িয়ার দলীয় অফিসে। শনিবার পাঁচলা ও উলুবেড়িয়ার পার্টি অফিস পরিদর্শন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।






 শনিবার দুপুরে জেলা বিজেপির নেতা-কর্মীদের নিয়ে পাঁচলার রঘুদেবপুরের পার্টি অফিসে আসেন সুকান্ত মজুমদার। তারপর সেখান থেকে উলুবেড়িয়া যান তিনি। পার্টি অফিসগুলিকে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন তিনি। শীঘ্রই পার্টি অফিসগুলির মেরামতির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।