নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে চরম সংকটে জোট সরকার। এহেন অবস্থায় বিজেপির জাত ধরতে পারে ঠাকরে শিবির বলে মনে করছিল বিশিষ্ট মহল। যদিও এ বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
শনিবার কার্যনির্বাহী বৈঠকে উদ্ধব ঠাকরে বলেন, 'রাজ্যে এখনও জোটের সরকার রয়েছে। বিজেপির হাত ধরার এখন প্রশ্নই নেই।' অন্যদিকে আসামের গুয়াহাটিতে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছেন একনাথ শিন্ডে। শিন্ডে গোষ্ঠীর বিদ্রোহী বিধায়ক দীপক কেসরকারের দাবি, একনাথ শিন্ডে নিজের দলের নাম শিবসেনা বালাসাহেব করতে চান।