নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণ গহ্বরের দিকে তাক করা থাকবে নাসার শক্তিশালী স্পেস টেলিস্কোপ। বিজ্ঞান উৎসাহীদের অনেকেই এখনও তাকিয়ে রয়েছেন নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দিকে। তার তোলা প্রথম ছবির জন্য বিজ্ঞানীরাও অপেক্ষা করছেন।
জুলাই মাসে ওয়েব টেলিস্কোপের ফোকাসে থাকবে 'আই অব সাউরন'-এর দিকে। এটি একটি গ্যালাক্সি। যার অভ্যন্তরে রয়েছে একটি কৃষ্ণ গহ্বর। গহ্বরের ভিতরে কী রয়েছে সেটা জানার চেষ্টা করবে নাসার এই বিশেষ স্পেস টেলিস্কোপ।