নিজস্ব সংবাদদাতাঃ গুজরাট দাঙ্গা নিয়ে ফের একবার স্মৃতিচারণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোধরায় পুড়ে যাওয়া রাম সেবকদের নিয়ে কংগ্রেসের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অমিত শাহ বলেন, 'প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই পুরো ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। দাঙ্গাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ভুল। জাকিয়া জাফরি যে অন্য কারও নির্দেশে কাজ করছেন।'
শাহ আরও বলেন, "দাঙ্গার মূল কারণ ছিল গোধরায় ট্রেন জ্বালিয়ে দেওয়া। ৫৯ জন সহ মায়ের কোলে থাকা ১৬ দিনের শিশু কন্যাকেও পুড়িয়ে মারা হয়। গোধরায় নিজের হাতে অগ্নি-সংস্কার করেছি। ওই ট্রেনে পুড়ে যাওয়া মানুষের শেষকৃত্য আমি নিজের চোখে দেখেছি। অ্যাম্বুলেন্সে করে তাদের লাশ আনা হয়। মানুষের মধ্যে ছিল শোক ও ক্ষোভ। গোধরায় ট্রেনে পুড়ে যাওয়া মানুষের মৃতদেহের প্যারেড একটি ষড়যন্ত্র। গোধরায় ট্রেন পোড়ানোর জেরে দাঙ্গা হয়েছিল। এর পরে যে সমস্ত দাঙ্গা হয়েছিল তা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে হয়েছিল। গুজরাত দাঙ্গার কোনও সরকারি ইনপুটও ছিল না। সে সময় দায়িত্বশীল ব্যক্তিরা ভালো কাজ করেছেন। "