old_সর্বশেষ খবর এবার একনাথ শিন্ডের ছেলে বিধায়ক শ্রীকান্তের অফিসে ভাঙচুর Harmeet 25 Jun 2022 16:08 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনার বিদ্রোহী বিধায়ক-মন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্তের অফিসে ভাঙচুর চালালেন দলের কর্মীরা। একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্তের বিধায়ক কার্যলয়ের বাইরে স্লোগান দিতে দিতে ঢুকে পার্টি অফিসে ভাঙচুর চালান শিবসেনার কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ বিজেপির থেকে অর্থ নিয়ে শিবসেনার ভাঙার কাজ করছেন একনাথ ও তাঁর ছেলে শ্রীকান্ত। হামলার আশঙ্কায় একনাথ শিন্ডের বাড়ির সামনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। shhiv sena worker shrikant shinde Maharashtra Political Crisis party office shiv sena mla politics maharashtra Eknath Shinde mumbai attack bjp Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন