প্রাচীন উল্কা পিন্ড থেকে ভেদ হতে পারে রহস্য

author-image
Harmeet
New Update
প্রাচীন উল্কা পিন্ড থেকে ভেদ হতে পারে রহস্য

নিজস্ব সংবাদদাতা:  কীভাবে গ্রহ তৈরি হয়, সেই রহস্য ভেদ করতে পারে একটা পাথর। মনে করা হচ্ছে, ১৮১৫ সালে পৃথিবীতে আগত একটি উল্কা পিন্ড থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। শিলা খন্ডটি এসেছিল মঙ্গল গ্রহ থেকে। 



মনে করা হয়, পাথরটি এমন একটি সময় থেকে ছিল যখন মঙ্গল সম্পূর্ণভাবে গ্রহে পরিণত হয়নি। পাথরটিকে ইতিমধ্যে শুরু হয়েছে গবেষণা। লাল রঙের ওই শিলা খন্ডের মধ্যে এমন কিছু পাওয়া গিয়েছে যা খুবই তাৎপর্যপূর্ণ।