নিজস্ব সংবাদদাতা: সেই দিনটার প্রতিটা কথা যেন লেখা রয়েছে ইতিহাসের পাতায়। কিংবদন্তি কপিলের দেবের বলা কিছু কথা এখনও প্রতিধ্বনিত হয় ক্রিকেট মহলের অন্দরে। 'চলো আমরা লড়াই করি, বন্ধুরা', ড্রেসিংরুমে প্রবেশের সময় বলেছিলেন ভারত অধিনায়ক কপিল দেব।
শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহাকাব্যিক ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে ভারত বোর্ডে ১৮৩ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ১৮৩ রানকে সম্বল করেই জিতেছিল ভারত। বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে ১৪০ রানে গুটিয়ে দিয়েছিলেন। ৪৩ রানের ব্যবধানে এসেছিল জয়, সঙ্গে বিশ্বকাপ।