হরি ঘোষ, জামুড়িয়া : তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হল। প্রায় ৫০ জন শ্রমিক রক্তদান করলেন।ইকরা বাসন্তী বিজয় হাইস্কুলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোল জেলা হসপিটাল এর পক্ষ থেকে চিকিৎসকরা রক্ত সংগ্রহের কাজ করছেন। উদ্যোক্তাদের পক্ষে দধিসিন্ধু মন্ডল জানান যে রক্তদান মহান দান। এই শিবিরে জাতি ধর্মনির্বিশেষে সবাই রক্তদান করছেন। এই রক্ত কোন জাতি বা কোন ধর্মের মানুষের জীবন বাঁচাবে কেউ জানে না। তিনি জানান, কিছু মানুষ জাতি ও ধর্মের নামে সমাজকে বিভক্ত করতে চাইছে। এই পরিস্থিতিতে এই ধরনের শিবির সমাজকে কলুষিত হওয়ার হাত থেকে বাঁচাবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী। তিনি জানান যে সমাজ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের বিশেষ অবদান রয়েছে। বর্তমানে শ্রমিকরা রক্ত দিয়ে সাধারণ গরীব দুঃস্থ মানুষদের জীবন বাঁচাচ্ছে। মাঝে মধ্যে মানুষকে রক্ত দান করা উচিত। রক্তদানের থেকে বড় পূণ্যের কাজ কিছু হতে পারে না। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণময় বাউরী, দধি সিন্ধু মন্ডল, প্রদ্যুৎ গড়াই, নকুল রুইদাস, রইন রসিদ, আনন্দময়ী মুখার্জি সহ একাধিক কারখানার শ্রমিক নেতারা।