আজকের দিনেই প্রথম টেস্ট খেলেছিল ভারত

author-image
Harmeet
New Update
আজকের দিনেই প্রথম টেস্ট খেলেছিল ভারত

নিজস্ব সংবাদদাতা: ১৯৩২ সালের আজকের দিনে ভারত টেস্ট খেলিয়ে দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিল। ভারতের অভিষেক ঘটেছিল লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি ছিল শীর্ষ-স্তরের একটি ইংরেজ দলের বিরুদ্ধে। 

ইংরেজ দলে ছিলেন ওয়ালি হ্যামন্ড, অধিনায়ক ডগলাস জারডিন, উইকেটরক্ষক ব্যাটসম্যান লেস অ্যামস এবং পেসার বিল বোয়েসে মতো বিশ্বমানের খেলোয়াড়রা। কিন্তু ম্যাচের শুরুর পর মিডিয়াম পেসার মহম্মদ নিসার ওপেনার পার্সি হোমস (৬) ও হার্বার্ট সাটক্লিফের (৩) স্টাম্প ছিটকে দিয়ে ইংরেজদের চমকে দিয়েছিলেন। ব্যাটার ফ্রাঙ্ক উললি ৯ রান করে রান আউট হয়েছিলেন।