নিজস্ব সংবাদদাতা : বানভাসী আসামে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে নগাঁও জেলার কামপুর এলাকায়। তবে এখনও জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল। ত্রাণের কাজ শুরু করা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর তরফে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ASDMA) শনিবার জানিয়েছে যে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ২৮টি জেলার ৩৩.০৩ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় জলে ডুবে চার শিশুসহ মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।রাজ্যের ২২টি জেলার প্রশাসনের দ্বারা স্থাপিত ৭১৭টি টি ত্রাণ শিবিরে এখনও বন্যার জলে ক্ষতিগ্রস্ত ২,৬৫,৭৪৪ জন লোককে রাখা হয়েছে।রাজ্য সরকার কাছাড় জেলার শিলচরে দুটি ড্রোন মোতায়েন করেছে বন্যা প্লাবন ম্যাপিংয়ের পাশাপাশি দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহ করার জন্য।