গর্ভপাত নিয়ে ঐতিহাসিক রায় আমেরিকার সুপ্রিম কোর্টের, প্রশাসনের ভয়ে অ্যাপ ডিলিট মহিলাদের

author-image
Harmeet
New Update
গর্ভপাত নিয়ে ঐতিহাসিক রায় আমেরিকার সুপ্রিম কোর্টের, প্রশাসনের ভয়ে অ্যাপ ডিলিট মহিলাদের

নিজস্ব সংবাদদাতাঃ মহিলাদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নিল আমেরিকার সুপ্রিম কোর্ট। মার্কিন মুলুকে বাতিল হয়ে গেল পাঁচ দশকের পুরনো আইন। আর এই রায় ঘোষণার পরেই তড়িঘড়ি মহিলাদের মধ্যে ঋতুচক্র নির্ধারণকারী অ্যাপ ডিলিট করতে দেখা গেল গোটা আমেরিকা জুড়ে। সূত্র বলছে, অ্যাপের তথ্য থেকে প্রশাসন তাদের ওপর নজরদারি চালাতে পারে এই ভেবে অধিকাংশ মহিলারা কিছুটা ভয়ের থেকে এই অ্যাপ ডিলিট করতে শুরু করেছেন।


বিখ্যাত পডকাস্টার ডরি শাফরির  তাঁর টুইটারে লিখেছেন - আপনি যদি টেক্সাসে থাকেন তাহলে ভুলেও গুগলে টাইপ করবেন না যে কোথায় গর্ভপাত করানো যাবে।