নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনার বিদ্রোহী ৩৮ বিধায়কদের পরিবারের ওপর থেকে সমস্তরকম নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেছে উদ্ভব ঠাকরের সরকার। একনাথ শিন্ডে সহ শিবসেনার ৩৮জন বিধায়ক এখন বিজেপি শাসিত অসমের হোটেলে নিজেদের বন্দি রেখেছেন। এদিকে, মহারাষ্ট্রে শিবসেনা কর্মীদের ক্ষোভ বাড়ছে একনাথ শিন্ডেদের ওপর। এমন অবস্থায় শিন্ডেদের পরিবারদের আর কোনওরকম নিরাপত্তা দিচ্ছে না মহারাষ্ট্র সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিন্ডে চিঠি লিখলেন মু্খ্যমন্ত্রী উদ্ভব ঠাকরকে।
তাদের এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তাদের কিছু হয়ে গেলে সরকার দায়ী থাকবে বলে উদ্ভবকে কড়া চিঠিতে লিখলেন শিন্ডে। যদিও কোনও বিধায়ক বা তাদের পরিবারের ওপর থেকে কোনওরকম নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি বলে দাবি মহারাষ্ট্র সরকারের।