Gujrat violence: ট্রেন জ্বালানোর ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ছিল, দাবি অমিত শাহের

author-image
Harmeet
New Update
Gujrat violence: ট্রেন জ্বালানোর ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ছিল, দাবি অমিত শাহের

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাট হিংসা মামলায় ফের একবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ট্রেন জ্বালানোর ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ছিল। ট্রেন জ্বালানোর পর প্রতিক্রিয়া হয়। আমরা সেনা ডাকতে দেরি করিনি। এই ঘটনার পেছনে তিস্তা শেতলওয়াড়ের এনজিও ছিল। তাঁরা রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল। ইউপিএ সরকারও সাহায্য করেছিল।'



এছাড়া তৎকালীন কংগ্রেস সরকারকে নিশানা করে শাহ বলেন, 'দিল্লিতে এত সেনা থাকতেও দিল্লিতে এত শিখ কেন মারা গিয়েছিল?' ​