বিধায়ক হারিয়ে এখন ক্যাডারদের উপর ভরসা উদ্ধবের, ডাক জরুরি বৈঠকের

author-image
Harmeet
New Update
বিধায়ক হারিয়ে এখন ক্যাডারদের উপর ভরসা উদ্ধবের, ডাক জরুরি বৈঠকের

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের রাজনীতিতে ঝড় অব্যাহত। একনাথ শিন্ডের গোষ্ঠী এখন অসমে ঘাঁটি গেড়ে বসে আছেন। অপরদিকে উদ্ধব ঠাকরে নিজের দল রক্ষা করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

                 

এমতাবস্থায় বিধায়ক হারিয়ে এখন ক্যাডারদের উপর ভরসা রাখছেন উদ্ধব ঠাকরে। আজকে শিব সেনার নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন উদ্ধব। এদিকে তাঁর ছেলে আদিত্য ঠাকরে শিব সৈনিকদের উদ্দেশে ভাষণ দেবেন। আজকে মহারাষ্ট্রে উদ্ধবপন্থী শিবসেনা কর্মীদের বিক্ষোভ দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।