নিজস্ব সংবাদদাতাঃ নরওয়ের অসলোতে শনিবার সকালে একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নরওয়ের কর্তৃপক্ষ জানিয়েছে।
নরওয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কমপক্ষে দুইজন নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নাইটক্লাবে বেশ কয়েকবার গুলি চালানোর ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।