গর্বের সূর্যোদয় বাংলাদেশে, আজ পদ্মা সেতুর উদ্বোধন শেখ হাসিনার

author-image
Harmeet
New Update
গর্বের সূর্যোদয় বাংলাদেশে, আজ পদ্মা সেতুর উদ্বোধন শেখ হাসিনার

নিজস্ব সংবাদদাতাঃ পদ্মা সেতুর নির্মাণের জন্য 'পদ্মকন্যা' উপাধি পেয়েছেন শেখ হাসিনা। তিনি কখন মাওয়ায় আসবেন, তা নিয়ে উন্মাদনা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে প্রচুর মানুষ মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে ভিড় জমিয়েছেন। যত সময় যাচ্ছে, ভিড় বাড়ছে। 

                            

সকাল ৯ টা ৩০ মিনিট থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সকাল ১১ টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে টোল দেবেন হাসিনা। তারপর বাংলাদেশের মানুষের জন্য পদ্মা সেতু উৎসর্গ করবেন। তারপর পদ্মের অপর তীর জাজিরায় যাবেন। সেখানে দ্বিতীয় ফলক উন্মোচন করবেন হাসিনা।