কলকাতা মেডিক্যালের হস্টেলে করোনার থাবা

author-image
Harmeet
New Update
কলকাতা মেডিক্যালের হস্টেলে করোনার থাবা

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলের একাধিক আবাসিক করোনা আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর, মেডিক্যালের চার জন পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হস্টেলের আরও কয়েকজন পড়ুয়ার কোভিড উপসর্গ রয়েছে। তাঁদের আপাতত হস্টেলেই কোয়রান্টিনে রাখা হয়েছে। এর আগে কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভয়াবহ কোভিড সংক্রমণের ঘটনা দেখা গিয়েছিল।



যার জেরে সমস্যায় পড়েছিল রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। যাঁরা কোভিড রোগীকে চিকিৎসা করবেন, তাঁরাই কোভিড আক্রান্ত হয়ে পড়ায় ধাক্কা খেয়েছিল চিকিৎসা ব্যবস্থা। এদিকে ভারতে কোভিডের চতুর্থ ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন আইআইটির গবেষকরা। আর জুনে লাফিয়ে কোভিড সংক্রমণ বৃদ্ধির গ্রাফ দেখা যাচ্ছে। ফলে মেডিক্যাল কলেজের হস্টেলে কোভিড সংক্রমণের খোঁজ মেলায় ছড়িয়েছে উদ্বেগ।