নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধীর অফিসে হামলার খবর। শুক্রবার কংগ্রেস নেতার অফিসে হামলা হয়েছে বলে জানা গিয়েছে। ওয়েনাডের কংগ্রেস অফিসের ঘটনা। সম্প্রতি লাগাতার সংবাদ মাধ্যমে উঠে এসেছিল রাহুল গান্ধী এবং কংগ্রেসের নাম।
মূলত ন্যাশানাল হেরাল্ডকে কেন্দ্র করে জাতীয় স্তরে কিছুটা উত্তেজনা বেড়েছিল। প্রায় ৫৫ ঘণ্টার প্রশ্ন-উত্তর পর্ব সামলাতে হয়েছে রাহুলকে। কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, এই হামলা চালিয়েছে সিপিআই(এম)-এর ছাত্র সংগঠন এসএফআই। কংগ্রেসের অভিযোগ, সাংসদের কার্যালয়ের দেওয়ালে উঠে ভাঙচুরের সময় গুন্ডারা এসএফআইয়ের পতাকা ধরে রেখেছিল।