পানীয় জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা

author-image
Harmeet
New Update
পানীয় জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা

​নিজস্ব সংবাদদাতা, লাউদোহা : খনি অঞ্চল পাণ্ডবেশ্বর বিধানসভায় জলের সমস্যা দীর্ঘদিনের। পানীয় জলের সমস্যা দূর করতে তৃণমূল সরকার মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রকল্প এনেছেন। কিন্তু শুধু প্রকল্পই এসেছে, গ্রামের জায়গায় জায়গায় বসেছে জলের কল, কিন্তু সে কলে পড়ে না জল- এমনটাই অভিযোগ পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের কুলবুনী গ্রামের বাসিন্দাদের।

 
গ্রামের বাসিন্দা অমিলা বাউরী, শত্রুঘ্ন রুইদাসরা জানান যে এলাকায় প্রায় ৫৫০ থেকে ৬০০ লোকের বাস। দীর্ঘদিন তাদের গ্রাম কুলবুনিতে পানীয় জলের সমস্যা রয়েছে। বারবার এলাকার পঞ্চায়েত সদস্যদের আবেদন-নিবেদনের পরও সমস্যার সমাধান হয়নি। এমনিতেই পাড়ায় বিভিন্ন জায়গায় বসেছে জলের কল কিন্তু নামমাত্র। সেগুলিতে মাঝে মধ্যে কখনো জল আসে। তাই তাদের গ্রামের লোকেদের পানীয় জলের জন্য ভরসা করতে হয় পার্শ্ববর্তী গ্রামগুলির উপর। পার্শ্ববর্তী গ্রামগুলি প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে কষ্ট করে পানীয় জল আনতে হয় গ্রামবাসীদের। এমনই অভিযোগ। গ্রামবাসীদের দাবি, তাদের এলাকার মূল সমস্যা পানীয় জল। তাই এই সমস্যার সমাধান করতে উদ্যোগী হোক স্থানীয় পঞ্চায়েত প্রশাসন।
যদিও এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধান পিনাকী ব্যানার্জি জানান, 'এলাকায় জলের সমস্যা সমাধানে ইতিমধ্যেই একটা বড় আকারের কুয়ো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুব শীঘ্রই হয়ে যাবে। এছাড়াও এলাকাবাসীদের জন্য ট্যাংকারে করে নিয়মিত জল সরবরাহের ব্যবস্থা করেছে পঞ্চায়েত। 'তাছাড়াও প্রধান জানান যে গ্রামের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর 'জলস্বপ্ন ' প্রকল্পের আওতায় কল লাগানো হয়েছে কিন্তু পিএইচ ই দফতরের গড়িমসির কারণেই সেগুলিতে সঠিকভাবে জল পড়ছে না। বারবার জানানোর পরও হচ্ছে না কাজ ।