নিজস্ব সংবাদদাতা: ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যে ঠিক কী চলছে সে ব্যাপারে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, ক্লাবের ৮০ শতাংশ শেয়ার চেয়েছে ইমামি। সেই সঙ্গে একটি বোর্ড গঠনের কথা বলা হয়েছে।
যেখানে ক্লাবের পক্ষ থেকে থাকতে পারবেন মাত্র দু'জন প্রতিনিধি। কোম্পানির পক্ষ থেকে দেওয়া এই সমস্ত দাবি মানতে ক্লাব কর্তাদের দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। কোম্পানির বিশ্বাস, আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাবে।