নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : শুক্রবার ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ আবগারি দফতরের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে মাদক বিরোধী সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনিল আগরওয়াল, ঝাড়গ্রাম মহকুমার মহকুমা শাসক বাবুলাল মাহাত, আবগারি দফতরের আধিকারিক, ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন আধিকারিক ও কাউন্সিলরগণ এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন কলেজ পড়ুয়ারাও। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। সেই সঙ্গে সুদৃশ্য ট্যাবলো ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাদক সেবনের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য প্রচার করে।
মাদক বিরোধী সচেতনতা পদযাত্রা থেকে ঝাড়গ্রামের জেলা শাসক সুনিল আগরওয়াল বলেন, 'ঝাড়গ্রাম শহরকে মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তোলার জন্য মাদক সেবনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।' মাদক বিক্রির বিরুদ্ধে তিনি সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য মাদকবিরোধী সচেতনতা মূলক এই পদযাত্রা আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।