নিজস্ব সংবাদদাতা: প্রকাশ করা হয়েছে লা লিগার ক্রীড়া সূচি। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতা। প্রথম দিনই মাঠে নামবে লিগের ২০টি দল। গত মরসুমের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ আলমেইরার বিরুদ্ধে। অন্য দিকে বার্সেলোনার প্রথম ম্যাচ রায়ো ভায়েকানোর বিরুদ্ধে। আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে নামবে গেতাফে। আগামী মরসুমে প্রথম এল ক্লাসিকো হবে সান্তিয়াগো বের্নাবাউতে।