এগিয়ে আসছে অতিকায় ধুমকেতু

author-image
Harmeet
New Update
এগিয়ে আসছে অতিকায় ধুমকেতু

নিজস্ব সংবাদদাতা: প্রথমবার দেখা গিয়েছিল ২০১৭ সালে। সেটি আগের থেকে আরও কাছে এসেছে বলে জানা গিয়েছে। ধূমকেতুটি C/2017 K2 (PANSTARRS), সংক্ষেপে K2 নামে পরিচিত। এটি আকারে অতিকায় বলে মনে করা হচ্ছে। 


তবে পৃথিবীবাসীর জন্য এই ধুমকেতু চিন্তার কারণ বয়ে আনছে না বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। জুলাইয়ের ১৪ তারিখে এটি পৃথিবীর কাছাকাছি আসতে পারে। সূর্যের কাছাকাছি যেতে পারে ডিসেম্বরের ১৯ তারিখ।