নিজস্ব সংবাদদাতা : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) শুক্রবার ঘোষণা করেছে যে ওড়িশার চাঁদিপুর উপকূলে ভারতীয় নৌ জাহাজ (আইএনএস) থেকে উল্লম্বভাবে উৎক্ষেপিত শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল (ভিএল-এসআরএসএএম) এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। ভিএল-এসআরএসএএম-এর সফল পরীক্ষার জন্য ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
টুইটে তিনি লেখেন, "ওড়িশার চাঁদিপুর উপকূলে উল্লম্ব লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের সফল ফ্লাইট পরীক্ষার জন্য ডিআরডিও, ভারতীয় নৌবাহিনী এবং শিল্পকে অভিনন্দন। এই সাফল্য প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় নৌ জাহাজের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে।"