মহারাষ্ট্রে সরকার গড়বে একনাথ শিন্ডে-বিজেপি জোটঃ রামদাস আটওয়ালে

author-image
Harmeet
New Update
মহারাষ্ট্রে সরকার গড়বে একনাথ শিন্ডে-বিজেপি জোটঃ রামদাস আটওয়ালে

নিজস্ব সংবাদদাতাঃ উদ্ধব ঠাকরের সময় শেষ হয়ে এসেছে। বিদ্রোহী শিবসেনা বিধায়করা একনাথ শিন্ডের ক্যাম্পে চলে গেছেন ও যাচ্ছেন। শিন্ডে এবার বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গড়বে। শুক্রবার একথা বলেন রাজ্যসভার সাংসদ রামদাস আটওয়ালে।