বিদ্রোহী বিধায়করা আর চাইলেও ফিরতে পারবেন না দলে

author-image
Harmeet
New Update
বিদ্রোহী বিধায়করা আর চাইলেও ফিরতে পারবেন না দলে


নিজস্ব সংবাদদাতা : বিদ্রোহী বিধায়করা চাইলেও আর ফিরতে পারবেন না দলে। তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে দল। শুক্রবার এমনই মন্তব্য করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তার মতে,বিদ্রোহী বিধায়কদের এখন মহারাষ্ট্র বিধানসভায় আসা উচিত। 



রাউত বলেন,“আমরা হাল ছাড়ব না। আমরা হাউসের ফ্লোরে (রাজ্য বিধানসভা) জিতব। এই যুদ্ধ যদি রাজপথে হয়, তাতেও আমরা জিতব। যারা চলে গেছে তাদের সুযোগ দিয়েছি, এখন অনেক দেরি হয়ে গেছে। এমভিএ সরকার তার বাকি আড়াই বছরের মেয়াদ শেষ করবে।তারা (বিধায়করা) খুব ভুল পদক্ষেপ নিয়েছে। আমরা তাদের মুম্বাই ফেরার সুযোগও দিয়েছি। এখন, আমরা তাদের মুম্বাইতে আসার জন্য চ্যালেঞ্জ জানাই।এনসিপি, কংগ্রেস এবং শিবসেনার সমস্ত নেতা একে অপরের সাথে যোগাযোগ করছেন।”