নিজস্ব সংবাদদাতাঃ গত ফেব্রুয়ারি মাসে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূল সাংসদ দেবকে। আর এবার গরু পাচার-কাণ্ডে ইডি-র নজরে ঘাটালের সাংসদ। কার্যত সবার অজান্তেই দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়ে এসেছেন দেব। সূত্রের খবর, গত মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ইডি দফতরে ছিলেন তিনি। তাঁকে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। সব প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। আপাতত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খতিয়ে দেখছেন দেবের জবাবে কোনও অসঙ্গতি রয়েছে কিনা। এই প্রথমবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন দেব। ভবিষ্যতে তাঁকে আবারও ডাকা হবে কিনা, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, একাধিক সাক্ষীর বয়ানে দেবের নাম উঠে এসেছে। সে বিষয়ে দেবের বয়ান রেকর্ড করা হয়। যাচাই করা হয় তথ্য।