লাগাতার বৃষ্টিতে ধস নেমে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

author-image
Harmeet
New Update
লাগাতার বৃষ্টিতে ধস নেমে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

নিজস্ব সংবাদদাতাঃ টানা বৃষ্টির জেরে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ধসের জেরে আটকে রয়েছে ৩০০০-এর বেশি গাড়ি। সমস্যার মুখে পড়েছে বহু পর্যটক সহ নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে শ্রীনগরের রামবান জেলায় টানা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। 

                                                               


জম্মু-কাশ্মীরের ট্রাফিক দফতরের কর্মকর্তারা জানান, ভূমিধসের কারণে এদিন বন্ধ করে দেওয়া হয় শ্রীনগরের মুঘল রোড। এই মুঘল রোড দক্ষিণ শোপিয়ান জেলার সঙ্গে পুঞ্চ ও রাজৌরি এলাকাকে যুক্ত করে। এছাড়াও রামবান জেলার বেশ কয়েকটি স্থানে অনবরত পাথরের চাই পড়ায় আটকে যায় পান্থিয়াল মহাসড়কটি। এর ফলে সব মিলিয়ে শতাধিক গাড়ি আটকে পড়েছে। বিপর্যস্থ উপস্থিত পর্যটকরা। 

                   

ট্রাফিক পুলিশের আধিকারিকের মতে,  যদি আবহাওয়ার উন্নতি হয়, তাহলে ট্র্যাফিক-যোগ্য রাস্তার অবস্থার সাপেক্ষে কেবল আটকে পড়া যানবাহনগুলোকে তাদের গন্তব্যে যেতে দেওয়া হবে। পরিস্কার আবহাওয়া এবং ভাল রাস্তার অবস্থা সাপেক্ষে, শ্রীনগর-সোনামার্গ-গিমারি সড়কে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। মিনামার্গ এবং সোনামার্গ থেকে সকাল ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং মিনামার্গ থেকে শ্রীনগরের দিকে সকাল ৭ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং সোনমার্গ থেকে কার্গিলের দিকে দুপুর ১ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত যানচলাচলের অনুমতি দেওয়া হবে।