নিজস্ব সংবাদদাতাঃ গত ১৩ জুন থেকে ইকুয়েডে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। শুক্রবার এই বিক্ষোভ গোটা দেশে দ্বাদশ দিনে পা দিয়েছে। জানা গিয়েছে বিক্ষোভের ফলে এখনও পর্যন্ত ৪ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। ইকুয়েডে ক্রমবর্ধমান জ্বালানির দাম কমানো, বেকারত্বের সমস্যা মোকাবেলা , খামারের পণ্যের দাম নিয়ন্ত্রণ ও অপরাধের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্হা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে ইকুয়েডের ফেডারেশন অফ ইনডিজেনাস।