নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বন্যার কবলে এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে বেশিরভাগ জনেরই মৃত্যু হয়েছে জলে ডুবে।
তবে কয়েকজন সাপের কামড়ে ও কয়েকজন বজ্রপাতের ফলেও মারা গিয়েছেন। জলবাহিত রোগের দ্বারা এখনও পর্যন্ত ৬৪৫ জনের সংক্রমণ হয়েছে। উল্লেখ্য, ভারী বৃষ্টির ফলে বন্যার কবলে রয়েছে বাংলাদেশের ১৭ টি জেলা।