নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার উচ্চস্তরের ভারতীয় প্রতিনিধি দল শ্রীলঙ্কা সফর করেছে। বিদেশ সচিব বিনয় কোয়েত্রার নেতৃত্বে এই দল শ্রীলঙ্কা সফর করে।
তারপরেই শ্রীলঙ্কার জন্য ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে ভারত। নয়া দিল্লির ‘প্রতিবেশী ফার্স্ট’ নীতির দ্বারা এই সহায়তা পরিচালনা করা হবে।
শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের মুখে ভারতের এই সহায়তা দেশটির জন্য বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।