সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ রাতের অন্ধকারে চা বাগানে ঢুকে তিনটি পাকা বাড়ি ভেঙে চুরমার করল বুনো হাতির দল। কোনও ভাবে প্রাণ হাতে নিয়ে তিনটি পরিবারের প্রায় ১৫ জন মানুষ পালিয়ে রক্ষা পেয়েছে। সোমবার মাঝ রাতে হাল্কা বৃষ্টি চলাকালীন ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানে। বুনো হাতির তাণ্ডব কতটা ভয়ঙ্কর হতে পারে তা আর একবার টের পেয়েছে স্থানীয়রা। জানা গিয়েছে, রাতে বেশীর ভাগ স্থানীয় বাসিন্দারা সতর্ক হয়ে ঘুমাতে যায়। আচমকা হাতির আক্রমণ হলেও আগাম পালিয়ে যাবার রাস্তা আগে থেকেই ঠিক করে রাখে। আচমকাই রতে তিনটি বাড়িতেই ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙ্গে যায় গ্রামবাসীদের। স্থানীয়রা বলেন, তখন মঙ্গলবার ভোর তিনটে। হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই বাগানে ঢুকে পড়ে বেশ কয়েকটি বুনো হাতি। নিমেশেই আস্ত তিনটি বাড়ি একেবারে গুঁড়িয়ে দিয়ে চলে যায় জঙ্গলের দিকে। তবে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে ওই তিনটি পরিবার ডিমডিমা চা বাগানের বাসিন্দা হলেও, তাঁরা চা শ্রমিক নন। ফলে সরকারি নিয়ম মেনে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ভরা বর্ষায় এখন খোলা আকাশের নিচে দিন কাটানো ছাড়া তাঁদের আর দ্বিতীয় কোনো পথ নেই বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা হলেন কৃত্তিমা ওঁরাও, জ্যাকি ওঁরাওএবং প্রেম টিগ্গা। জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও মৃদুল জয়শোয়াল জানিয়েছেন "ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারকে সরকারি আইন মেনে সহায়তা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।"