বড় সিদ্ধান্ত ইইউ-এর
বহুতল ভবন ধসে পড়ল
জঙ্গিপুর (পশ্চিমবঙ্গ) সহিংসতা সম্পর্কে স্থানীয় বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস নেতা জাকির হোসেন কি বললেন?
মুর্শিদাবাদের সহিংসতা সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বললেন?
মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী কার্যকলাপ করেন- কড়া নিশানা অগ্নিমিত্রার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বললেন?
নতুন শুল্ক আরোপের উপর ৯০ দিনের বিরতি এবং চীনের শুল্ক ১২৫% পর্যন্ত বৃদ্ধির ঘোষণার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বললেন?
২১৭ এর বিপরীতে ১৫৯ এই থামতে হল আরআরকে

টোটার গলায় হতাশার সুর

author-image
Harmeet
New Update
টোটার গলায় হতাশার সুর

নিজস্ব সংবাদদাতাঃ বাংলা সিনেমা জগতের এক অন্যতম অভিনেতা টোটা রায় চৌধুরী। ১৯৯৬ সালে পরিচালক প্রভাত রায়ের হাত ধরে টলিপাড়ায় অভিনয়ে আসেন। ছোটবেলা থেকে যদিও তার ইচ্ছে ছিল সেনাবাহিনীর কাজে যোগ দেওয়ার। বেশ কিছু ছবিতে তিনি কাজ করেছেন তারপর থেকে। পেয়েছেন মানুষের ভালবাসাও। তবে কোথাও অভিমানও রয়েছে তার। তিনি একবার এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেছিলেন, '' খলনায়কের যে রোলগুলো করেছিলাম, সেগুলোই হয়তো আমার হিরো ইমেজটা নষ্ট করে দিয়েছিল। নিজেকে আরও একটু প্রসারিত করতে হত। সবার কাছে গিয়ে কথা বলা, কাজের খোঁজ করায় কোথাও খামতি থেকে গিয়েছিল হয়তো। পরিচালকেরা যে আমাকে নিয়েও ভাবতে পারেন, তা হয়তো আমি বুঝিয়ে উঠতে পারিনি। দিনের শেষে নিজেকেই দোষারোপ করি। আর এটা ভেবেই সান্তনা পাই যে, ভাগ্যেই হয়তো ছিল না। বিধাতার লিখন কে খণ্ডাবে! ভাগ্যে যা থাকবে, তা-ই তো হবে। তবে হ্যাঁ, এখনও পর্যন্ত তো টিকে আছি। স্টার-সুপারস্টার কোনওদিন হতে পারিনি, আর পারবও না। কিন্তু নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে নিজেকে ধরে রেখেছি, এটাই যা সান্ত্বনার।'' তার গলায় ঈষৎ হতাশা আর অভিমানের সুর ধরা পড়ে। ​