সাফাই কর্মীদর মজুরি বাড়ানোর সিদ্ধান্ত

author-image
Harmeet
New Update
সাফাই কর্মীদর মজুরি বাড়ানোর সিদ্ধান্ত


হরি ঘোষ, দুর্গাপুর : সাফাই কর্মীদের ২০২টাকা মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নগর নিগমের। ৩৪২টাকা মজুরি দিতে হবে এই দাবিতেই আন্দোলনে অনড় INTUCর ছত্রছায়ায় সাফাই কর্মীরা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জি জানান, 'দীর্ঘদিন ধরে সাফাই কর্মীদের দাবি ছিল তাদের বেতন বাড়ানোর। মন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে কথা বলা হয় এই বিষয় নিয়ে। তারপরেই মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।' 



১৪৪টাকা মজুরি ছিল অস্থায়ী সাফাই কর্মীদের বেড়ে হল ২০২টাকা। সুপারভাইজারদেরও বেতন বেড়ে ৩০৩টাকা করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নগর নিগমের। অস্থায়ী সাফাই কর্মীদের সংগঠনকে না জানিয়েই সিদ্ধান্ত নিচ্ছে নগর নিগমের এবিষয়ে তারা জানেনই না। একই ভাবে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি সাফাই কর্মীদের। INTUC জেলা সভাপতি সুভাষ সাহা সাফ জানিয়ে দেন, দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক তাদের সাথে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত তারা মানতে নারাজ। যতক্ষণ না পর্যন্ত তাদের নিয়ে আলোচনা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীরা জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে। কাজ বন্ধ থাকায় শহর জুড়ে বাড়ছে আবর্জনার স্তূপ। মুখ্যমন্ত্রীর কাছে ও শান্তিপূর্ণ আন্দোলন করার হুঁশিয়ারি সাফাই কর্মীদের।