করোনার তৃতীয় ঢেউয়ের পূর্বেই তৎপর জলপাইগুড়ি জেলা প্রশাসন

author-image
New Update
করোনার তৃতীয় ঢেউয়ের পূর্বেই তৎপর জলপাইগুড়ি জেলা প্রশাসন

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  করোনার তৃতীয় ঢেউয়ের পূর্বেই তৎপর জলপাইগুড়ি জেলা প্রশাসন। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু। মঙ্গলবার জেলা শাসকের কনফারেন্স হল ঘরে এই বৈঠক হয়। করোনার তৃতীয় ঢেউ আটকাতে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে। শিশুদের চিকিৎসার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক জানান, করোনার তৃতীয় ঢেউ আটকাতে নানান প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা, মহকুমা,  ব্লক,  সুপার স্পেশালিটি হাসপাতালে এনএনসিইউ,  পিকু (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) তৈরি করা হচ্ছে। নতুন কয়েকটি করোনা পরীক্ষাকেন্দ্র তৈরি করা হচ্ছে। শিশু বিশেষজ্ঞদের পিকুর দায়িত্বে রাখা হবে। পাশাপাশি  বেসরকারি নার্সিংহোমগুলিতেও শিশু বিশেষজ্ঞ রাখা হবে বলে জানান তিনি। এনিয়ে জেলা শাসক সমস্ত আধিকারিককে প্রয়োজনীয় পরিকাঠামোর কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন।