নিজস্ব সংবাদদাতাঃ গত ২ বছরে ভারতীয় সেনায় কোনও নিয়োগ হয়নি। এমনই অভিযোগ করলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল গান্ধী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে মোদী সরকারের বিরুদ্ধে রাগ, অভিমান ঝরে পড়ে এক যুবকের গলায়। অগ্নিপথ প্রকল্পের জেরে ভারতীয় কয়েক লক্ষ যুবকের সেনায় যাওয়ার স্বপ্ন শেষ বলে অভিযোগ করতে শোনা যায় ওই যুবককে। রাহুল গান্ধী যে ভিডিও শেয়ার করেন, সেখানে ওই যুবককে বলতে শোনা যায়, ২০২২ সালে তিনি ২৩ বছর পার করে ফেলেছেন। অথচ পরীক্ষা দিয়েও তাঁর সেনায় যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তিনি শুধু একা নন, দেশের এমন কয়েক লক্ষ যুবক রয়েছেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যাঁদের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে।
ওই যুবকের আরও অভিযোগ, দেশে যতদিন নরেন্দ্র মোদীর সরকার চলবে, ততদিন তাঁর মত মানুষের স্বপ্ন পূরণ হওয়া মুশকিল। ওই যুবকের ভিডিও শেয়ার করে, মোদী সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। এমনকী, এই ধরনের লাখো যুবক যেদিন প্রতিবাদে গর্জে উঠবে, সেদিন প্রধানমন্ত্রীর অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে বলেও আক্রমণ করেন রাহুল গান্ধী।