ইসিএলের কয়লা পরিবহনের জেরে ভেঙেছে রাস্তা বাড়ছে দুর্ঘটনা

author-image
Harmeet
New Update
ইসিএলের কয়লা পরিবহনের জেরে ভেঙেছে রাস্তা বাড়ছে দুর্ঘটনা

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : পান্ডবেশ্বর বিধানসভার কুমারডিহি 'বি' কোলিয়ারি সিএম প্রজেক্টের কয়লা পরিবহনের জেরে এলাকার রাস্তা হয়েছে ভয়াবহ। নিত্যদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। যেকোনো সময় বড় সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। বড় বড় কয়লা বোঝাই গাড়ি যাতায়াতের ফলে রাস্তা ভেঙ্গে খানাখন্দে ভর্তি হয়েছে। তার সাথে পাল্লা দিয়ে এলাকার বাতাস ভরেছে ধূলিকণায়। একদিকে ভাঙছে রাস্তা, দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। অন্যদিকে, এলাকায় দূষণের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। এ ব্যাপারে ভ্রুক্ষেপ নেই বাকোলা এরিয়া ইসিএল আধিকারিকদের। রাস্তার ধুলো থেকে বাঁচতে স্প্রে করা হচ্ছে জল। এতেই গোদের ওপর বিষফোঁড়ার মত ভোগান্তি বেড়েছে নিত্যযাত্রীদের।

 


প্রচন্ড ধূলিকণা থেকে রক্ষা পেতে চোখ মুখ ঢেকে রাস্তা পর হতে খুব একটা সমস্যা হয় না। তবে রাস্তার ওপর জল স্প্রে করে দেওয়ার পর রাস্তা হয়ে পড়ছে পিচ্ছিল। এতে বেড়েছে বিপদের ঝুঁকি। দুচাকা গাড়ি নিয়ে পিছলে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটেছে এলাকায়। এমনটাই স্থানীয় সূত্রের খবর। স্থানীয় বাসিন্দা পলাশ রায় চৌধুরী জানান, 'প্রতিনিয়ত পান্ডবেশ্বর কুমারডিহি কোলিয়ারির সিএম প্রজেক্ট থেকে কয়লা বোঝাই গাড়ি গুলি বিপরীত দিকে একটা কাঁটা ঘরের উদ্দেশ্যে যায়। এই রাস্তা দিয়েই এই এলাকার মানুষজন পাণ্ডবেশ্বর হয়ে বীরভূমে যান। প্রতিনিয়ত এত বড় বড় গাড়ি যাতায়াত করে, তার ওপর রাস্তা বেহাল, ফলে দুর্ঘটনার প্রবণতা খুবই বেড়েছে। তিনি বলেন অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক যাতে করে বিপদ এড়ানো যায়।