কলকাতায় নামবে আরও ব্যাটারির বাস, জানালেন ফিরহাদ

author-image
Harmeet
New Update
কলকাতায় নামবে আরও ব্যাটারির বাস, জানালেন ফিরহাদ

নিজস্ব সংবাদদাতাঃ পেট্রলের দাম একশো পেরিয়েছে আগেই। ডিজেলও ঊর্ধ্বমুখী। ফলে বাসের ভাড়া নিয়ে নাজেহাল অবস্থা। সেই কারণে আগামীতে একশো শতাংশ বাসই ব্যাটারিতে কনভার্ট করা হবে বলে জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধানসভায় তিনি আরও জানান যে, ইতিমধ্যেই কলকাতায় তৈরি হয়ে গিয়েছে ৭৬টি চার্জিং স্টেশন।


এদিন ফিরহাদ হাকিম বলেন, "ইতিমধ্যে শহরের বুকে ১০০ টি ই-বাস চলছে। আগামী বছর আরও ৪০০ টি ই-বাস পথে নামবে। ২০২৪-এর মার্চে আরও ৪০০ বাস দেওয়া হবে। ইতিমধ্যে ১২০০ বাসের অর্ডার দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ই-বাস তৈরিতে একটি সমস্যা রয়েছে, তা হল লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম দেশে পাওয়া যায় না বা তৈরি হয় না, ফলে ই-বাস তৈরির ক্ষেত্রে একটু বেশি সময় লাগছে।"