নিজস্ব সংবাদদাতাঃ নবান্নে সাংবাদিক বৈঠক করে একাধিক পুলিশ কর্তার পদোন্নতির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'WBPS-দের জন্য ওয়েলফেয়ার ফোরাম গঠিত হবে। এই ফোরামে উপকৃত হবেন ৬৩০ জন WBPS অফিসার। ৬ জন ডিএসপি পদন্নোতি পেয়ে এএসপি হলেন। বাংলার পুলিশ অফিসারদের কর্মদক্ষতার জন্য এই স্বীকৃতি দেওয়া হল। অ্যাডিশনাল এসপিকে ২৫০০ টাকা বাড়তি ভাতা দেওয়া হবে। নতুন করে আরও ২০০ ডব্লুবিসিএস, ২০০ ডব্লুবিপিএস অফিসার নেওয়া হবে। একজন যদি তাড়াতাড়ি প্রোমোশন পায় তাহলে তার কাজে আগ্রহ বাড়ে। বাংলার এই ফোরাম দেখে দেশের অন্য রাজ্যও একে অনুসরণ করবে।'