মহা সঙ্কটের মধ্যেই ১৩ জন বিদ্রোহী বিধায়কের ঘরে ফেরার ইঙ্গিত, আশাবাদী শিবসেনা সাংসদ বিনায়ক রাউত

author-image
Harmeet
New Update
মহা সঙ্কটের মধ্যেই ১৩ জন বিদ্রোহী বিধায়কের ঘরে ফেরার ইঙ্গিত, আশাবাদী শিবসেনা সাংসদ বিনায়ক রাউত

নিজস্ব সংবাদদাতাঃ মহাবিকাশ আগাধি সরকার এখন সঙ্কটে। শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের ক্যাম্পে ভিড়ে বহু সেনা বিধায়ক অসমের ব়্যাডিসন ব্লু হোটেল গিয়ে বসে আছেন। তবে অসম থেকেই ১৩ জন বিদ্রোহী বিধায়ক দলে ফিরতে চেয়ে ইতিমধ্যেই মুম্বইয়ের শিবসেনা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। আরও অনেকে বিদ্রোহী শিবির থেকে ঘরে ফিরবেন, এমনটাই মনে করেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।