নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও রাস্তা মেরামতের কাজ না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়গ্রাম মেদিনীপুর বাস রাস্তার মাঝে জমনিকাটা এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। গ্রামবাসীদের অভিযোগ, ২০০৩ সাল থেকে বহুবার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকদের লিখিতভাবে জানিয়েও রাস্তাটি মেরামত করা হয়নি। এমনকি রাধানগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। প্রতিশ্রুতি মিলেছিল, কিন্তু কাজ হয়নি। এমনকি ওই রাস্তার কাজ হয়েছে বলে পূর্ত দফতরের এর পক্ষ থেকে একটি বোর্ড লাগানো হয়েছে পথশ্রী অভিযান নামে। কিন্তু কোনও কাজ হয়নি বলে গ্রামবাসীরা জানান।
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের জমনিকাটা থেকে ডিয়ার পার্ক পর্যন্ত রাস্তার অবস্থা একেবারেই বেহাল। একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। প্রায় ১০ থেকে ১২ টি গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তা সত্ত্বেও রাস্তাটি মেরামত করার কোনও উদ্যোগ গ্রহণ না করায় বৃহস্পতিবার রাধানগর গ্রাম পঞ্চায়েত জমনিকাটা এলাকায় গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পথ অবরোধের ফলে ঝাড়গ্রাম মেদিনীপুর বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।