নিজস্ব সংবাদদাতাঃ গত ১ মে থেকে ২৪ মে পর্যন্ত ল্যান্ডলাইন অচল থাকার পরেও এসেছে পুরো মাসের বিল। এই দেখে বেজায় চটেছেন সোনি রাজদান। টাটা টেলি সার্ভিসকে টুইটারে এক হাত নিয়েছেন তিনি। পরিষেবা না দিয়ে কী করে ২৪ দিনের বিল পাঠিয়ে দিল, তার জবাব টাটা টেলি সার্ভিসের কাছে টুইটারেই জানতে চেয়েছেন মহেশ ভাট পত্নী।