নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে সহায়তা পাঠানোর কথা বিবেচনা করছে জাপান। জাপানের মন্ত্রিসভার ডেপুটি চিফ সেক্রেটারি সেইজি কিহারা বলেন, "স্থানীয় চাহিদাগুলো বুঝতে পরিস্থিতি মূল্যায়ন করছে সরকার। পাশাপাশি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের পদক্ষেপ সমন্বয় চলছে।"
উল্লেখ্য, গত বুধবার ভোরে আফগানিস্তানের দক্ষিণপশ্চিম অঞ্চলে আঘাত হানে ৬.১ মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পে আফগানিস্তানের এক হাজারের বেশি মানুষ নিহত এবং আরও দেড় হাজারের বেশি আহত হয়েছে। আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটির শাসকগোষ্ঠী তালেবান।