নিজস্ব সংবাদদাতা : বন্যায় বিধ্বস্ত আসাম। আর প্রধানমন্ত্রী কিনা ব্যস্ত মহারাষ্ট্র সরকারের পতন নিশ্চিত করতে! এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বিশেষ প্যাকেজের ঘোষণা করা।
প্রসঙ্গত,বৃহস্পতিবার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসামের বন্যায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং দলের কর্মীদের উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। বুধবার আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ ছিল। ব্রহ্মপুত্র এবং বরাক নদী জলে প্লাবিত হয় বেশ কিছু নতুন এলাকা। ৩২টি জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত ৫৫ লক্ষ মানুষ। হোজাইতে চারজন, বরপেটা ও নলবাড়িতে তিনজন এবং কামরুপে দুজন প্রাণ হারিয়েছেন।