নয়ানজুলিতে দুর্ঘটনায় মৃত্যু

author-image
Harmeet
New Update
নয়ানজুলিতে দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : নয়ানজুলিতে চার চাকা গাড়ি উল্টে মৃত ১। আহত ১। দুর্গাপুরে সাতসকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দানা বেঁধেছে, অবিলম্বে নয়ানজুলিতে ভাঙা গার্ডওয়াল সংস্কারের দাবি তুলেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সাতসকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের ৪৩নম্বর ওয়ার্ডের অন্তর্গত নডিহা নারায়ণ কালী বাড়ি সংলগ্ন রায়ভান লোহারপুলে। ​


 মৃতের নাম সৌমিত্র রায়। বছর ২২ এর সৌমিত্র রায়ের বাড়ি দুর্গাপুরের বিহারপুরে। আহত গাড়ির এক আরোহী, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ। এরপর ঘন্টা খানেক পর স্থানীয়দের তৎপরতায় পুলিশ গাড়িটি ও মৃত - আহত ব্যাক্তিকে উদ্ধার করা হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, এই নয়ানজুলির গার্ডওয়াল দীর্ঘ কয়েক বছর ধরে বিপজনক অবস্থায় পড়ে রয়েছে। আর রাস্তা সরু হওয়ার জন্য এই গার্ডওয়ালের ভাঙা অংশ দিয়ে নয়ানজুলিতে গাড়ি পড়ে যায়। অবিলম্বে এই গার্ড ওয়াল দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। নয়ানজুলির এই রাস্তা দিয়ে যাত্রীবাহী বাস চলে, বলা যেতে পারে গুরুত্বপূর্ণ এই রাস্তা এখন মরণফাঁদ হয়ে রয়েছে। সবাই দেখেও না দেখার ভান করে বসে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এখানে, প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। অবিলম্বে এই নয়ানজুলিতে গার্ডওয়াল সংস্কার না হলে আন্দোলনে নামবেন তারা। এমনই হুঁশিয়ারি দিয়েছেন।