ইসলামপুর চা বাগানে বাঘের আতঙ্ক

author-image
Harmeet
New Update
ইসলামপুর চা বাগানে বাঘের আতঙ্ক

নিজস্ব সংবাদদাতাঃ ইসলামপুর চা বাগানে বাঘের আতঙ্ক। বুধবার সন্ধ্যে থেকে রাতের অন্ধকারে এলাকায় বাঘ ঘুরে বেরিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। উত্তর দিনাজপুরের ইসলামপুরের অজিতবাস এলাকায় আতঙ্কিত বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, ওই এলাকায় বুধবার সন্ধ্যা নাগাদ বাঘ দেখতে পেয়েছেন কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা বলেন, কুকুরদের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন তাঁরা। অন্ধকারে তাঁরা লক্ষ্য করেন, একটি প্রাণী একটি কুকুর ছানাকে ধরে নিয়ে ছোট বাগান থেকে জঙ্গলের দিকে অন্ধকারে মিলিয়ে গেল। ওই প্রাণীটি বাঘ বলেই মনে করছেন তাঁরা। তার গায়ে ডোরা কাটা দাগ ছিল বলে দাবি গ্রামবাসীদের। 

        

এই ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে হইচই পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। একত্রিত হয়ে জমিতে গিয়ে জন্তুর পায়ের ছাপটিও দেখতে পান তাঁরা। আর সেটি বাঘের পায়ের ছাপ বলে দাবি করেন তাঁরা। তবে রাতে বন দফতরের কোনও কর্মীরা সেখানে যাননি। বৃহস্পতিবার বেলার দিকে বনকর্মীরা সেখানে গেলেও পায়ের ছাপ সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি।